হাইলাকান্দি (অসম), ২২ জুলাই (হি.স.) : হাইলাকান্দি জেলার খাদ্য গণবণ্টন ও গ্রাহক সুরক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জেলায় গণবণ্টনের কেরোসিন জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের জন্য বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।
বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই তিন মাসের প্রতি মাসে এনএফএস কার্ড প্রতি ২০০ মিলিলিটার করে রেশন দোকান এবং হকার মারফত ৫২ মিলিলিটার করে প্রতি মাসে বন্টন করা হবে।