ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলা ডাবল লিগ ফুটবল আসরে শিরোপা দখল করলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। লিগের শেষ ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার এর সঙ্গে ১-১ গোলে ড্র করে খেতাব নিজেদের করে নিলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। মহিলা লিগে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের সংগ্রহ ছিলো ৮ ম্যাচে ২০ পয়েন্ট। অন্য দিকে জমপুইজলা প্লে সেন্টারের সংগ্রহে ছিলো ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। ফলে লিগের শেষ ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টারের কাছে জয় ছাড়া বিকল্প ছিল না। এই ম্যাচে জমাটি লড়াই হয়। তবে সোমবার ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে রার্নাস আপের খেতাব দখল করে সন্তুষ্ট থাকতে হলো জম্পুইজলা প্লে সেন্টারকে।জয়ের মুখ আর দেখা হলো না নির্নায়ক এই ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টারের। ম্যাচ শেষে উমাকান্ত ময়দানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার, সচিব অমিত চৌধুরী, পেট্রন রতন সাহা, রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, দ্রোনাচার্য কোচ বিশেশ্বর নন্দী, অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার সহ আরো অনেকে। ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের ফুটবলার ধনিতা রিয়াং৷ লিগের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন জম্পুইজলা প্লে সেন্টারের ফুটবলার সীমা দেববর্মা। ১২ টি গোল করে সেরা স্কোরারের পুরস্কার নিজের করে নেয় জম্পুইজলা প্লে সেন্টারের ফুটবলার পোখীলা বোড়ো।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ২৫ হাজার টাকা সহ ট্রফি ও রার্নাস দলের হাতে ১৫ হাজার টাকা সহ ট্রফি তুলে দিলেন উপস্থিত অতিথিরা। উল্লেখ্য, কোচ সুজিত ঘোষ দায়িত্ব নেওয়ার পর ৮ বছরে ২ বার চ্যাম্পিয়ন হলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার।