হাইলাকান্দি (অসম), ২২ জুলাই (হি.স.) : হাইলাকান্দি জেলায় আগস্ট মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে।
জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ডধারীদের ৩৫ কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউজ হোল্ড-এর কার্ডধারীদেরকে মাথাপিছু ৫ কেজি করে চাল আগস্ট মাসে বণ্টন করা হবে।
৩১ জুলাই-এর মধ্যে রেশন দোকানদারদের চাল ওঠাতে এবং আগস্ট মাসের অন্নসেবা দিনগুলিতে তা বণ্টন করতে বলা হয়েছে।