নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: খোদাই কাজ করতে গিয়ে টিলা ভেঙে মাটি চাপা পড়ে গুরুতর আহত এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে রবিবার আমতলী বাইপাস এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, আমতলী বাইপাস এলাকায় মাহেন্দ্রা শোরুম নির্মাণের কাজ চলছে। সেখানেই কাজ করছিলেন শ্রমিক রফিকুল ইসলাম (৩২)। তখন হঠাৎই ওপর থেকে মাটি ভেঙে পড়ে তার ওপর। তখনই মাটি চাপা পড়ে যান তিনি। এই দুর্ঘটনায় তার দুটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। যদিও শরীরের অন্যান্য জায়গায় গুরুতর কোনো আঘাত লাগেনি তার। জানা গেছে তার বাড়ি রানিরবাজার এলাকায়। বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন ওই শ্রমিক।