নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: গতকালের পর আজ দ্বিতীয় দিনে বিকেল তিনটা পর্যন্ত বাংলাদেশের বিবির বাজার হয়ে ভারতের শ্রীমন্ত পুর চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে প্রায় ১৬২জন পড়ুয়া। এদিকে আগরতলা আখাউড়া আইসিপি দিয়ে এদিন ভারতে প্রবেশ করেছেন ১৫২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ভারতীয় রয়েছেন ৪৬ জন আর নেপালী রয়েছেন ৬৬ জন। আরো শিক্ষার্থীরা আসবেন বলে খবর রয়েছে।
এছাড়া সাধারণ মানুষও আসছে। পড়ুয়াদের মধ্যে বেশির ভাগই কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের বিভিন্ন সেমিস্টারের স্টুডেন্ট। পড়ুয়াদের ভারতে প্রবেশের ক্ষেত্রে কোন প্রকার অসুবিধা যেন না হয় সেক্ষেত্রে সীমান্তে বিএসএফ , মহকুমা প্রশাসন এবং লেন্ডপোর্ট অথরিটির পক্ষ থেকে টেন্ট বসিয়ে খাবারের ব্যবস্থাও করা হয়েছে।