ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বিগত বছরের ন্যায় এবারও মেসার্স লক্ষী ভান্ডারের উদ্যোগে অলিম্পিক ক্যুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রশ্ন সম্বলিত ক্যুইজ লিফ-লেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অলম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার। উপস্থিত ছিলেন তাঁর কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী সহ অন্যান্যরা। আগরতলায় এক অভিজাত হোটেলের সুসজ্জিত ব্যনকুয়েট হল-এ অনুষ্ঠানটি হয়। লক্ষ্মী ভান্ডারের কর্ণধার তথা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় এই অলিম্পিক ক্যুইজ ধামাকার প্রশ্ন সম্বলিত লিফলেট নিজের হাতে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ক্যাম্পাসে বিশিষ্ট ব্যক্তিত্বের হাত দিয়ে সেখানেও তার আত্মপ্রকাশ ঘটানো হবে বলে জানান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সচিব স্বপন সাহা, সদস্যা শ্যামলিকা রায়, সিনিয়র ক্রীড়া সাংবাদিক অলক ঘোষ প্রমূখ প্রত্যেকেই ক্যুইজের বিভিন্ন ভালো দিকের কথা তুলে ধরেন।