গুয়াহাটি, ২১ জুলাই (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে বন্যার্তদের সহায়তার জন্য ২ কোটি টাকা অনুদান দিয়েছে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর এক্স হ্যান্ডলে এ খবর দিয়ে লিখেছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অসমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য অসমের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দান করেছেন। এ জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাজ্যবাসীর পক্ষ থেকে ঝাড়খণ্ড সরকার তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।