ঢাকা, ২১ জুলাই (হি.স.): কারফিউ জারি রয়েছে, রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। অতচ এখনও শান্তি ফেরেনি বাংলাদেশ, অশান্ত বাংলাদেশে মৃত্যু বেড়ে ১১৫-তে পৌঁছেছে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা, শুনশান রাস্তাঘাট। বাংলাদেশে শুক্রবার থেকে কারফিউ জারি রয়েছে। রবিবার সকাল ১০টা পর্যন্ত কার্ফু থাকবে বলে জানানো হয়েছিল। তবে তার মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।শনিবার রাতে নতুন করে ঘোষণা হয়, কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। কারফিউ আপাতত রবিবার বিকেল ৩টে পর্যন্ত চলবে। কারফিউর মাঝে শনিবার ঢাকার রাস্তায় নেমেছিল সেনার ট্যাঙ্ক। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যর্থ হওয়ায় সেনা নামিয়েছে শেখ হাসিনা সরকার।
2024-07-21