গণ্ডাছড়ার ঘটনায় উত্তর জেলায় রিয়াং সমাজের উদ্যোগে ক্যান্ডেল মার্চ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২১ জুলাই: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের নোয়াগাঁওয়ে ক্যান্ডেল মার্চ সংগঠিত করলেন রিয়াং সমাজের লোকজনরা। ধলাই জেলার গন্ডাছড়ায় নিহত নিরীহ যুবক পরমেশ্বর রিয়াং এর আত্মার চিরশান্তি কামনা করে তারা এই ক্যান্ডেল মিছিল সংঘটিত করেন।  ধলাই জেলার গন্ডাছড়ায় সম্প্রতি পরমেশ্বর রিয়াং নামে এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর গন্ডাছড়ায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু ঘরবাড়ি পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। রিয়াং সমাজের পক্ষ থেকে এসব ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে। নিহত  যুবকের আত্মার চিরশান্তি কামনা করে রিয়াং সমাজের পক্ষ থেকে ধর্মনগর এর নোয়াগাঁওয়ে শনিবার রাতে এক ক্যান্ডেল মিছিল সংঘটিত করা হয়।

মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্যোক্তাদের পক্ষে এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি এই ঘটনায় নিহত পরমেশ্বর রিয়াং এর  পরিবারকে প্রয়োজনীয় সাহায্য এবং ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি এই ঘটনার পর অগ্নিকাণ্ডে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকেও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে রিয়াং সমাজ। এ ধরনের হিংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে শান্তিকামী সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *