৫০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রবিবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফ কর্তৃক সিপাহিজলা জেলার অন্তর্গত শ্রীমন্তপুর, সোনামুড়াতে একটি বিশেষ অভিযান চালানো হয়েছিল। যেখানে একজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারীকে আটক করা হয়েছে। 
তার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের মোট ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ একটি ই -রিক্সা আটক করা হয়েছে।

ঘটনার বিবরনে জানা যায়, বিএসএফ জওয়ানরা সীমান্ত এলাকায় একটি ই- রিকশা আটক করে। সেই ই-রিকশায় তল্লাশি চালিয়ে বসার সেটের নিচে থেকে পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের মোট ১০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। নেশা সামগ্রী সহ অভিযুক্ত পাচারকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।