কলকাতা, ২১ জুলাই (হি. স.): তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কলকাতা ছাড়লেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। ‘দিদির’ ডাকে সাড়া দিয়ে রবিবার ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস সমাবেশের মঞ্চে হাজির হয়েছিলেন অখিলেশ। এদিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে শহিদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার বার্তা দেন তিনি।
এদিন কলকাতা ছাড়ার আগে আরও একবার বিমাননন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন অখিলেশ। শহিদ স্মরণ দিবসে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্যে তৃণমূল সুপ্রিমোকে আবারও ধন্যবাদ জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।