কলকাতা, ২১ জুলাই (হি. স.): তৃণমূলের শহিদ দিবস সমাবেশ উপলক্ষ্যে কলকাতায় হাজির সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। দুপুর ১২টার আশপাশে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি।
অখিলেশকে স্বাগত জানাতে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে আগে থেকেই পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এদিন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাইয়ের সভামঞ্চে অখিলেশের উপস্থিতি নিয়ে ছিল বিপুল উন্মাদনা।