নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২১ জুলাই: বিশালগড় এর উত্তর ব্রজপুরে নিজ দোকানে ফাঁসিতে আত্মহত্যা করেছে এক যুবক। মৃত যুবকের নাম বিশ্বজিৎ শর্মা। বিশালগড়ের ব্রজপুরে এক যুবকের ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উত্তর ব্রজপুর দরগা সংলগ্ন এলাকায় প্রায় কুড়ি বছর ধরে ব্যবসা করে আসে ওই যুবক। রবিবার সকালে দোকানে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। মৃত যুবকের নাম বিশ্বজিৎ শর্মা(৩৪)। গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই যুবক। মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের লোকজনরা পুলিশকে খবর দেন।
পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।