শিলিগুড়ি, ২০ জুলাই (হি.স.) : ভারত-নেপাল সীমান্তে এক পাকিস্তানি নাগরিকসহ দুই নেপালি নাগরিককে আটক করেছে এসএসবি ৪১তম ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃত পাকিস্তানি নাগরিক সাইফ উল্লাহ (৪৬) পাকিস্তানের মারদান জেলার বাসিন্দা। তার সাথে, দুই নেপালের নাগরিক মান বাহাদুর থাপা (৫১) এবং মেঘ বাহাদুর মাঙ্গার (৪০)। শুক্রবার গভীর রাতে সীমান্তে টহলরত এসএসবি৪১ ব্যাটালিয়নের জওয়ানরা নেপাল থেকে আসা একটি চার চাকার গাড়িকে আটক করে। গাড়িতে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দেহ হলে এসএসবি জওয়ানরা তিনজনকে ধরে খড়িবাড়ি থানায় হস্তান্তর করে। পুলিশি জিজ্ঞাসাবাদে পাকিস্তানের বাসিন্দা সাইফ উল্লাহ জানান, দুবাইয়ে তার একটি সিকিউরিটি কোম্পানি রয়েছে। তিনি নেপালের দুই বাসিন্দাকে নিয়ে পানিটাঙ্কিতে এসেছিলেন গাড়ি মেরামত করতে। খড়িবাড়ি থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
2024-07-20

