সুষ্ঠুভাবেই চলছে অমরনাথ যাত্রা, পবিত্র গুহার উদ্দেশ্যে রওনা পুণ্যার্থীদের ২৩-তম দল

জম্মু, ২০ জুলাই (হি.স.): সুষ্ঠু ও নির্বিঘ্নেই চলছে বার্ষিক অমরনাথ যাত্রা। শনিবার ভোরে অমরনাথের পবিত্র গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে তীর্থযাত্রীদের আরও একটি দল। ৩,৪৭১ জন পুন্যার্থীর ২৩-তম দল অমরনাথ দর্শনে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে রওনা হয়েছে। কড়া নিরাপত্তা বেষ্টনীতে ১১৪টি গাড়িতে চেপে পুণ্যার্থীরা রওনা হন। সাধারণ পুণ্যার্থীদের পাশাপাশি এই দলে রয়েছেন ৯৩ জন সাধু ও ৩৪ জন সাধ্বী। এর মধ্যে ২,৩৯৮ জন পহেলগাঁও এবং ১,০৭৩ জন বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে যাচ্ছেন। সেখান থেকে তাঁরা পবিত্র গুহা মন্দিরের উদ্দেশে যাত্রা করবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *