নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল ময়দানে শনিবার অনুষ্ঠিত হয় আন্ত মহকুমা মিডিয়া ফুটবল টুর্নামেন্ট। শনিবার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল ময়দানে আগরতলা প্রেসক্লাব আয়োজিত আন্ত মহকুমা ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়।
আগরতলা প্রেস ক্লাবের দুটি দল ছাড়াও অন্যান্য মহকুমা প্রেস ক্লাবের সাংবাদিকরা এই মিডিয়া টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করে চলেছে। রাজ্যের ছেলেমেয়েরা জাতীয় স্তরে খেলাধুলায় রাজ্যের নাম উজ্জ্বল করছে। সাংবাদিকরা যাতে আরো বেশি পরিমাণে খেলাধুলায় অংশগ্রহণ করেন সেই আহ্বানও জানিয়েছেন তিনি।