আগরতলা, ২০ জুলাই: মৃত্যুর কাছে হার মানলো ১১ মাসের বিপাশা সাহা। গত দুই দিন পূর্বে মা-বাবার সঙ্গে খার্চি মেলাতে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল ওই শিশু।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত দুই দিন শিশুকন্যার বাবা নিজেই অটো চালিয়ে সবাইকে মেলায় নিয়ে যাচ্ছিলেন। কিন্তু রেশম বাগান এলাকায় আসামাত্র গাড়িটি দূর্ঘটনার কবলে পড়ে। তাতে গাড়িতে থাকা শিশুকন্যা সহ বাবা, মা এবং পিসিও আহত হয়েছিলেন। তাঁদেরকে উদ্ধার করে জিবি হাসপাতালে নেওয়া হয়েছিল। আজ মৃত্যুর কাছে হার মানলো ১১ মাসের শিশু বিপাশা সাহা।