মালদা, ১৯ জুলাই (হি.স.) : বাড়ির মধ্যে ঢুকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করল এক যুবক। এই ঘটনার জেরে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে মালদার হবিবপুর। অভিযুক্তের ফাঁসির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।
মালদার হবিবপুরের ইংলিশ মোহনপুর এলাকায় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। মৃতার বাবা ও মা মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন, সেই সময় বাড়িতে সাত বছরের ভাইকে নিয়ে ঘুমিয়ে ছিল মেয়েটি। প্রতিবেশী গ্রামের যুবক চন্দন সিংহ বাড়িতে ঢুকে মেয়েটিকে গলা টিপে খুন করে বলে অভিযোগ।
ঘটনার পর গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাড়ির বারান্দায় মেয়েটির মৃতদেহ পাওয়া যায়। অভিযোগ, ভাইকে ঘরের দরজা বন্ধ করে রাখা হয়। মালদা-নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডি হাসপাতাল মোড়ে অবরোধ শুরু হয়। অবরোধ তুলতে হবিবপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়।