ঋষ্যমুখ ব্লক এলাকায় চলছে তীব্র জল সঙ্কট

বিলোনিয়া, ১৯ জুলাই:- জলই জীবন। সেই জীবন নিয়ে চলছে টানা টানি। গত কয়েক দিন ধরে ঋষ্যমুখ ব্লক এলাকায় চলছে তীব্র জল সঙ্কট। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, এখানকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি বিকল হয়ে পড়ে আছে। গত কয়েকদিন ধরে এই প্ল্যানটির পাম্প মোটরে জটিলতা দেখা দেওয়ায় জল সরবরাহ করা যাচ্ছে না। বাড়ি বাড়ি প্ল্যান্ট বিকল হয়ে থাকায় সংশ্লিষ্ট এলাকার জনগণের জলের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এই নিয়ে এলাকার জনগণ বারবার দপ্তরের আধিকারিক গোচরে নেওয়া হলেও সমস্যা সমাধান আজ পর্যন্ত হয়নি।কিন্তু তাই বলে দপ্তর বসে রয়েছে একথাও বলা যাবে না। দপ্তর থেকে বিকল পাম্প মোটর গুলিকে সংস্কার করার জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হলেও এখনো পর্যন্ত সমাধান হয়নি, এমনিতে একটি পাম্প মোটর নষ্ট থাকলেও আরেকটি দিয়ে জল সরবরাহ করা যেত। কিন্ত এই প্ল্যান্টে দুটোই পাম্প মোটরই বিকল হয়ে থাকায় সমস্যা সৃষ্টি হয়েছে,মোটরের চাপ অত্যাধিক হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। যদিও দপ্তরে কর্মীদের সাথে যোগাযোগ করে জানা গেছে দ্রুত জল সরবরাহ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *