ময়নাগুড়িতে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য

ময়নাগুড়ি, ১৯ জুলাই (হি.স.): জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম চিত্ত রায় (৪২)। জল্পেশ এলাকায় তাঁর বাড়ি। বৃহস্পতিবার রাতে বাড়ি সংলগ্ন একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর বাবা গোকুল রায়। বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। দেহ উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের ভাই শ্যামল রায় বলেন, তিন বছর আগে বৌদি অন্যত্র চলে যায়। এরপর থেকে দাদা মানসিক সমস্যায় ভুগছিল। সে কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা।