জলপাইগুড়ি, ১৯ জুলাই (হি.স.) : জলপাইগুড়ির ফুলবাড়ির কাঞ্চনবাড়ি এলাকায় জোড়াপানি নদী থেকে এক যুবকের দেহ উদ্ধার করা হয়। শুক্রবার দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর লেখা পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চনবাড়ি এলাকার জোড়াপানি নদীতে এক যুবকের দেহ দেখতে পায় স্থানীয় কয়েকজন। এরপরই এনজেপি থানার পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
2024-07-19

