কলকাতা, ১৯ জুলাই (হি.স.) : কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিশান রেড্ডি শুক্রবার কলকাতায় জাতীয় ভূমিধসের পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করেছেন ৷ শুক্রবার জাতীয় ভূমিধসের পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করার পর কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন, “ভূমিধস বন্ধ করা যায় না, তবে দুর্ঘটনার কারণে প্রাণহানি রোধ করা সম্ভব।” কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে, এই জাতীয় ভূমিধসের পূর্বাভাস কেন্দ্রের শুক্রবার উদ্বোধন করা হয়েছে… ভূমিধসের কারণে দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। এই কেন্দ্রের মাধ্যমে, আমরা আগে থেকে জানাতে পারব কোথায় ভূমিধসের সম্ভাবনা… ভূমিধস বন্ধ করা যাবে না, তবে দুর্ঘটনার কারণে প্রাণহানি ঠেকানো যাবে।”
2024-07-19