শিলিগুড়ি, ১৯ জুলাই (হি.স.) : বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বৈকুণ্ঠপুর ৯৩ এবং ১৯৫ ব্যাটালিয়ন এবং বনবিভাগ বৈকুণ্ঠপুর রেঞ্জের যৌথ উদ্যোগে ‘একটি গাছ মায়ের নামে’ প্রকল্পের অধীনে বৃক্ষরোপণের একটি বৃহৎ অভিযানের আয়োজন করা হয়। শুক্রবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিএসএফ জানিয়েছে, এসটিসি বিএসএফ বৈকুণ্ঠপুরের মহাপরিদর্শক সঞ্জয় গৌড়, কমান্ড্যান্ট (সিআই) আর কে শ্রীবাস্তব, কমান্ড্যান্ট ৯৩ ব্যাটালিয়ন বিএসএফ সঞ্জয় কুমার সিং, কমান্ড্যান্ট, ১৯৫ ব্যাটালিয়ন বিএসএফ সুনীল কুমার এবং ডিএফও বৈকুণ্ঠপুর রেঞ্জ এম রাজার উপস্থিতিতে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। বিএসএফ উত্তরবঙ্গের মহিলা নিয়োগ প্রশিক্ষণার্থী এবং বিএসএফ অফিসারদের সাথে বন বিভাগের কর্মকর্তারা এই মেগা বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করেন। এই বৃক্ষরোপণ অভিযানে মোট ১৯,৯৫০টি চারাগাছ রোপণ করা হয়।
2024-07-19