আগরতলা, ১৯ জুলাই: ধলাই জেলায় জেলা পরিষদের নয়টি আসনের জন্য মোট ১৭ টি মনোনয়নপত্র জমা করেছে। স্কুটিনিতে সব কটি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন জেলা নির্বাচন আধিকারিক তথা ধলাই জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ।
এদিন তিনি বলেন, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ধলাই জেলা পরিষদের নয়টি আসনের জন্য মোট ১৭ টি মনোনয়নপত্র জমা পড়ে। শুক্রবার মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হয়।
জেলা নির্বাচন আধিকারিক তথা ধলাই জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ জানান, যতগুলি মনোনয়নপত্র জমা পড়েছে স্ক্রটিনির পর দেখা গেছে সবগুলি বৈধ। এরমধ্যে দুটি আসনে শুধুমাত্র একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে। সাতটি আসনে দুটি করে মনোনয়নপত্র জমা পড়েছে এবং একটি আসনে তিনটি মনোনয়ন পত্র জমা পড়েছে।
সেই হিসাবে ৭ টি আসনে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। ২২ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।