বাঁকুড়া, ১৯ জুলাই (হি. স.) : দেওয়াল চাপা পড়ে প্রাণ হারাল এক যুবক। আহত দুই যুবক বাঁকুড়া সম্মীলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার বিবরনে জানা গেছে, বাঁকুড়া শহরের নতুনচটির মালাকার পাড়ায় প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার পর তাস খেলতে বসেছিল কয়েকজন যুবক। পাশেই ছিল একটি প্রাচীর। দীর্ঘদিনের নড়বড়ে এই প্রাচীরের কাছেই বসতো তাসের আসর। গতকাল তাসের আসর যখন জমে উঠেছে সেই সময় আচমকা এই প্রাচীর টি ধসে পড়লে চাপা পরে তিন যুবক। তাদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তার মধ্যে কিষন মালাকার (২০)কে মৃত ঘোষণা করা হয়। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
2024-07-19

