ঢাকা, ১৮ জুলাই (হি.স.): কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে বেড়েই চলেছে বাংলাদেশে। বাড়ছে মৃতের সংখ্যা। সংঘর্ষে এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশো। নিহতদের মধ্যে বেশিরভাগই কিশোর ও তরুণ। নরসিংদীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে তাহমিদ তামিম (১৫) ও মহম্মদ ইমন মিয়াঁ (২২) নামে দুজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে পটিয়া সরকারি কলেজের ছাত্র মহাম্মদ ইমাদ (১৮) নিহত হয়েছেন। সেখানে মৃত্যু হয়েছে ২২ বছরের আরেক তরুণের। তাঁর পরিচয় জানা যায়নি।উত্তরায় পুলিশ ও ছাত্রলিগ–যুবলিগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। ধানমন্ডিতে সংঘর্ষে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী, রামপুরায় এক পথচারী, যাত্রাবাড়িতে এক রিকশাচালক, সাভারে এক শিক্ষার্থী এবং মাদারীপুরে এক শিক্ষার্থীর মৃত্যুর হয়েছে বলে খবর।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মালিবাগে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। যাত্রাবাড়ি এলাকায় সকাল থেকে সংঘর্ষ চলছে। উত্তরাতেও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র্যাসবের সংঘর্ষ হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা বিক্ষোভে উত্তাল। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে বিক্ষোভ চলছে। রামপুরা এলাকায় বহু মানুষের জমায়েত দেখা গিয়েছে। সকাল থেকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লিগ নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়।এদিন সকাল থেকে ধানমন্ডি, সায়েন্স ল্যাব ও আজিমপুর এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গিয়েছে। সেই সঙ্গে আসাদ গেট, ধানমন্ডি ২৭, কলাবাগান, সায়েন্স ল্যাব ও নিউমার্কেট এলাকায় চাপাতি, রাম দা, হকিস্টিক হাতে দেখা গিয়েছে আওয়ামী লিগের নেতা-কর্মীদের।