গোন্ডা, ১৮ জুলাই : আবারও রেল দুর্ঘটনা সমগ্র দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডায় একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০ থেকে ১২টি বগি লাইনচ্যুত হয়েছে। ডিব্রুগড় এক্সপ্রেসের এসি কোচের অবস্থা খারাপ হয়ে গেছে। গোন্ডার কাছে ঝিলাহি রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস।
ট্রেন লাইনচ্যুত হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ভয়ে চিৎকার করতে থাকে। ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা বেরিয়ে আসেন। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একইসঙ্গে দুর্ঘটনায় বিপুল সংখ্যক যাত্রী আহত হয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রেল বিভাগ।
১৫৯০৪ ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় পর্যন্ত যাতায়াত করে। বুধবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় ছেড়েছিল ওই ট্রেন। বৃহস্পতিবার দুপুরে ট্রেনটি গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনে পৌঁছলে হঠাৎ বিকট শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। হঠাৎ ট্রেন কাঁপতে শুরু করে। এরপরই লাইনচ্যুত হতে থাকে ট্রেনটি।
ঝিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনার কথা রেল বিভাগকে জানানো হয়েছে। লাইনচ্যুত হয়ে ট্রেনটি উল্টে যায়। এ সময় এসি বগিটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি সঙ্গে সঙ্গে রেল প্রশাসনকে জানানো হয়। এরপর শুরু হয়েছে ত্রাণ ও উদ্ধার কাজ।

