নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৮ জুলাই: বৃহস্পতিবার বিশালগড় ব্লকে মনোনয়নপত্র জমা দিলেন ১৬৫ জন বিজেপির প্রার্থী। প্রত্যেকেই নির্বাচনে জয়ী হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিশালগড় ব্লকে ত্রিস্তর পঞ্চায়েতে বৃহস্পতিবার দুপুর একটায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্যদের উপস্থিতিতে ১৬৫ জন গ্রাম পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীরা বিশালগড় ব্লকের ভিডিও নান্টু রঞ্জন দাসের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ১৬৫ জন প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া কালীন সময়ে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্যী, বিধায়ক সুশান্ত দেব, অন্তরা সরকার দেব, সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
৮ই আগস্ট ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ১২ই আগস্ট ভোট গণনা। বৃহস্পতিবার ছিল মনোনয়ন দাখিল করার শেষ দিন। আর এই শেষ দিনে কমলাসাগর, বিশালগড় , গোলাঘাটি এই তিনটি বিজেপি মন্ডলের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীরা এদিনের মনোনয়ন পত্র দাখিল করেন।