নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: নিজ ঘর থেকে দশম পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। কি কারনে ওই নাবালিকা আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।
ঘটনার বিবরণে জানা যায়, খালি বাড়ির সুযোগ নিয়ে নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করেছে দশম পড়ুয়া ছাত্রী লক্ষ্মী বিল(১৬), পিতা প্রদীপ বিল। বাড়ি লঙ্কা মোরা, বিনপাড়া এলাকায়। জানা যায় ঘটনা সময় বাড়িতে কেউ ছিল না। প্রথমে মৃত নাবালিকার ছোট ভাই ঘরে এসে দেখতে পায় তার দিদি ফাঁসিতে ঝুলে আছে। সঙ্গে সঙ্গে বাড়ির বড়দের ডেকে এনে ঘটনাটি খুলে বলে সে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কি কারণে এই আত্মহত্যা সে বিষয়ে স্পষ্ট কোন কিছুই বলতে পারছে না পরিবারের লোকজনেরা। প্রণয় গঠিত কারণ নাকি অন্য কোন বিষয়ে রয়েছে এর পেছনে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।