পটাশপুরে মহিলা সবজি বিক্রেতার গলাকাটা দেহ  উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কাঁথি, ১৭ জুলাই (হি.স.) : পূর্ব মেদিনীপুরের পটাশপুরে  সবজি বিক্রেতার গলাকাটা দেহ উদ্ধারকে ঘিরে প্রবল শোরগোল এলাকায় । বুধবার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।মৃতার নাম আরতি জানা। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের কাটাপুকুরিয়ায়। পেশায় সবজি বিক্রেতা তিনি । জানা গিয়েছে, অন্যান্যদিনের মতো বুধবার সকালে পটাশপুর ১ নম্বর ব্লকের বাসিন্দারা নিজেরদের কাজে বের হন। তাঁরাই রাস্তার উপর মহিলার রক্তাক্ত গলাকাটা দেহ পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয় থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মঙ্গলবার রাতে কাজ সেরে ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়েছিলেন আরতি দেবী। মনে করা হচ্ছে, টাকা পয়সা ও গয়না হাতিয়ে নেয় তাঁরা। তদন্তের স্বার্থে মহিলার পরিবারের সদস্যদেরও জেরা করা হতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা।