দক্ষিণ দিনাজপুর, ১৭ জুলাই (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন উত্তরবঙ্গ সীমান্তের ১৩৭ তম ব্যাটেলিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) বর্ডার আউট পোস্ট (বিওপি) চক গোপাল এক ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটক করেছে। ধৃত ভারতীয় নাগরিকের নাম মোহাম্মদ রুস্তম (৩২)। বুধবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিএসএফ জানিয়েছে, মোহাম্মদ রুস্তম অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে সীমান্ত পাড়ি দেওয়ার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে তার আত্মীয়ের সাথে দেখা করতে যাওয়ার সময় আইবি-র হাতে ধরা পড়ে। তল্লাশি করে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড এবং ভোটার আইডি উদ্ধার করা হয়। পরে আটক ভারতীয় নাগরিককে বাজেয়াপ্ত সামগ্রীসহ হিলি থানায় হস্তান্তর করা হয়েছে।
2024-07-17