কলকাতা, ১৭ জুলাই (হি.স.): বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে দলের দুর্বল পারফরম্যান্সের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থনের অভাবকে দায়ী করেছেন। তিনি বলেছিলেন যে ‘সবকা সাথ, সবকা বিকাশ’ এর আর প্রয়োজন নেই এবং পরিবর্তে ‘যারা আমাদের সমর্থন করবে আমরা তাদের সমর্থন করব’। বুধবার কলকাতার সায়েন্স সিটিতে পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘রাষ্ট্রবাদী মুসলিম চাই না। সংখ্যালঘু মোর্চা চাই না। যে আমাদের সাথে, আমি বা আমরা তাদের সাথে। ভোটের আগে অনেক বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। কিন্তু আর নয়। যারা আমাদের সঙ্গে থাকবে, তাদের সঙ্গে আমরা থাকব।’ভোটের ফল নিয়ে বিশ্লেষণ করতে এদিন সায়েন্স সিটিতে বসে বিজেপির রাজ্য কমিটির প্রথম বৈঠক। এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়েই তিনি বলেন, ‘বিজেপি বাংলায় অনেক প্রতিকূলতার মধ্যে ২ কোটি ৩৩ লক্ষ ভোট পেয়েছে। তৃণমূলের জেহাদি জঙ্গিরা পুলিশকে সঙ্গে নিয়ে উনিশের পর বুথ স্তরের সংগঠনকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল অত্যাচার করে। এক লক্ষের বেশি আমাদের বুথে বসা ছেলে পালিয়েছিল রাজ্য ছেড়ে। তারপর আমরা চেষ্টা করে তাদের রাজ্যে এনেছি। সফল নবান্ন অভিযান করেছি, বিধানসভার ভিতরে বাইরে লড়াই করেছি।’
2024-07-17