নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.) : ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বুধবার দিল্লিতে তাঁর বাসভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুরু করা ‘এক পেড় মা কে নাম’ প্রকল্পে বৃক্ষচারা রোপণ করেন।
তিনি বলেন, গাছ সবুজ পৃথিবীর সৌন্দর্য এবং সমগ্র জীবজগতের জীবনের আধার। আমাদের সংস্কৃতির সঙ্গে বৃক্ষ অঙ্গাঙ্গি। বিভিন্ন উত্সবে গাছের পূজা করা হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুরু করা এই প্রকল্পে সকলের অংশগ্রহণ করা উচিত। সকলকে বৃক্ষরোপণ করার আহবান জানান তিনি।