নিউইয়র্ক, ১৭ জুলাই (হি.স.): কোপার ফাইনালে আহত হয়ে মেসি মাঠ ছেড়েছিলেন। শিরোপা জয়ের দু’দিন পর তার গোড়ালির পরীক্ষা করা হয়। এরপর মিয়ামির পক্ষ থেকে বলা হয়, মেসির গোড়ালির লিগামেন্ট ছিড়ে গেছে। ফলে মাঠে কবে তিনি ফিরবেন, সে নিশ্চয়তা নেই।তবে এই দুঃসংবাদের মাঝেই মেসি ভক্তদের কাছে সুসংবাদ এল মেসির গোড়ালির হাড়ে কোনো আঘাত লাগেনি। ইন্টার মিয়ামির পক্ষ থেকে বলা হয়েছে, মেসির গোড়ালিতে কোনো অস্ত্রোপচারও করতে হবে না। তবে এই ইনজুরি থেকে সুস্থ হয়ে কবে তিনি মাঠে ফিরবেন তা এখনই বলা যাচ্ছে না।
2024-07-17