সি ডিভিশন লিগ ফুটবল : নিয়ম রক্ষার ম্যাচে ইয়ুথকে হারিয়ে কেশব সংঘ জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। যদিও নিয়ম রক্ষার ম্যাচ। তবুও বলা চলে, ফের একটা দারুন জয়ের স্বাদ পেয়েছে কেশব সংঘ। সি-ডিভিশন ফুটবল লিগে। আয়োজক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন। বুধবারে বিকেল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে কেশব সংঘ তিন দুই গোলের ব্যবধানে ইয়ুথ ক্লাবকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল দুই এক গোলে এগিয়ে ছিল। তবে খেলার তিন মিনিটের মাথায় ইয়ুথ ক্লাবের আশীষ সরকারের গোল দলকে এক শূন্যতে লিড এনে দেয়। কিন্তু ২৫ মিনিটের মাথায় কেশব সংঘের দীপাঞ্জন দেববর্মা গোলটি পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। তিন মিনিট বাদে আরেকটি গোল দীপাঞ্জন এর পা থেকেই। কেশব সংঘ লিড নেই ২-১ গোলের ব্যবধানে। প্রথমার্ধের খেলা এমনভাবেই এগোতে থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেও পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও ৭৬ মিনিটের মাথায় ইয়ুথ ক্লাবের আকাশ সরকার ফের একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। তবে পরবর্তী মিনিটেই কেশব সংঘের কিষাণ মলসুম একটি গোল করলে ফের দল তিন দুই এ লীড নেয়। পরবর্তী সময়ে পরস্পর বিরোধী প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ লড়াই চোখে পড়লেও আর গোলের খোঁজ কেউ দিতে পারেনি। তিন দুই গোলে জয় ছিনিয়ে কেশব সংঘ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। এদিকে, খেলায় আজও মাত্রাতিরিক্ত অসদাচরণের দায়ে রেফারি ইয়ুথ ক্লাবের গৌরবকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। পাশাপাশি দু’দলের দুজনকে হলুদ কার্ড দেখিয়েও সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সুকান্ত দত্ত, খোকন সাহা, অরিন্দম মজুমদার ও অসীম বৈদ্য।