৩৬ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শনে মেয়র

আগরতলা, ১৬ জুলাই: আগরতলা পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনে গেলেন মেয়র তথা দীপক মজুমদার। এদিন তিনি জনগণের বিভিন্ন সমস্যার কথা শুনলেন।এদিকে, মেয়রের সামনে দীর্ঘদিনের সমস্যায় অতিষ্ঠ হয়ে ক্ষোভ উগড়ে দিলেন আম জনতা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ৩৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। এলাকায় যেগুলো সমস্যা রয়েছে তা অতিসত্বর সমাধান করার কাজ শুরু করা হবে। 

এদিন তিনি আরও বলেন, জয়নগরের কাঠের ব্রীজটি সংস্কারের অভাবে নড়বড়ে হয়ে গিয়েছে। বর্তমানে কাঠের ব্রীজটি বিপদজনক  অবস্থায় রয়েছে। তা অতিসত্বর সংস্কার করা হবে। আপাতত সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হবে।