নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৬ জুলাই: সাব্রুম মহকুমার রুপাইছড়ি আর ডি ব্লকের অধীনে পূর্ব সাব্রুম এডিসি ভিলেজের সুবল পাড়া এলাকায় কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশন প্রকল্পে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ডিপ টিউবওয়েল। এই টিউবওয়েলের কাজ সম্পন্ন হয় সরকারিভাবে অল্প কিছুদিন আগে। কিন্তু তখনই এলাকার জনগণ সড়ব হয়েছিল এই টিউবয়েলের কাজের গুণগত মান নিয়ে। এবার তা প্রকাশ্যে এলো।
সুবল পাড়া এলাকায় পানীয় জলের জন্য এই ডিপ টিউবওয়েলটি স্থাপন করার পর পূর্ব সাব্রুম এডিসি ভিলেজের সুবলপাড়া এলাকার বিভিন্ন পাড়াতে পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন বসানো হয়। কিন্তু ঠিকাদারি সংস্থা কোনরকমভাবে এই ডিপ টিউবওয়েলের কাজটি সম্পূর্ণ করে এবং খুব নিম্নমানের কাজ করে পাইপ লাইনগুলি বসিয়েনছে।
ওই ৭৫ লক্ষ টাকার কাজের বরাত প্রাপ্ত ঠিকাদার কোনরকমভাবে পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন বসিয়ে দিয়ে টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ এলাকাবাসীর। পাইপলাইন বসানোর পর থেকে এখনো পর্যন্ত এলাকার জনগণের বাড়িতে আর পানীয় জল পৌঁছায়নি। বহুবার এ বিষয়ে এলাকার জনগণ রুপায়ছড়ি ডিডব্লিউএস-এর আধিকারিককে জানানো হলেও তারা কোন উদ্যোগ গ্রহণ করেনি। এলাকার জনগণের অভিযোগ সুবলপাড়া এলাকায় সরকারি এই প্রকল্প চালু হলেও এখনো পর্যন্ত একদিনও এই টিউবওয়েলের জল পৌঁছায়নি এলাকার জনগণদের বাড়িতে।
তাই ওই এলাকার ৭৫ থেকে ৮০ পরিবার এখনো ছড়ার জল খেয়ে জীবনযাপন করে যাচ্ছে। যার ফলে তারা নানাবিধ রোগ শোকে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত হাসপাতালে যেতে হচ্ছে। তাই বাধ্য হয়ে সুবল পাড়া এলাকার জনগণ মঙ্গলবার পূর্ব সাব্রুম যাওয়ার রাস্তা অবরোধ করে। এবং ডিডাব্লিউএস দপ্তর থেকে দুজন কর্মচারী সেখানে কাজ করতে গেলে এলাকার ক্ষুব্ধ জনগণ ওই দুই কর্মচারীকে পাম্প হাউস ঘরের মধ্যে তালা লাগিয়ে রাখে।
এলাকার জনগণের দাবি যতক্ষণ না পর্যন্ত এলাকায় সঠিকভাবে পানীয় জল পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে এবং এলাকার জনগণের আরো দাবি রুকাইছড়ি ডিডাব্লিউএস-এর আধিকারিক এলাকায় না গেলে ওই দুই কর্মচারীকে তালা বন্দী করে রাখা হবে। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।