বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবলেফিরতি লীগেও চলমান জয় বিশ্রামগঞ্জের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ঊষা লক্ষ্মীর হ্যাটট্রিকসহ চার গোল। প্লেয়ার অফ দা ম্যাচ হিসেবে প্রাইজমানিও তার দখলে। মোটকথা ফিরতি লিগেও চলমানের বিরুদ্ধে দারুণ জয় বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের। মহিলা লীগ ফুটবলে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবল আসরে বিশ্রামগঞ্জ সাফল্যের দাবিদার হয়ে উঠছে। প্রথম লীগে তিন গোলে হারিয়ে চলমানকে একটু সমীহ করলেও ফিরতি লীগে একেবারে ১১ জনকে ১১ গোল। এক প্রকার পর্যুদস্ত করে ছেড়েছে। প্রথমার্ধেই বিজয়ী দল চার গোলে এগিয়ে ছিল। তবে একতরফা খেলা এত গোলের মাঝেও খেলায় মাত্রাতিরিক্ত অসদাচরণের দায়ে দু’দলের দুজনকে রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিতে বাধ্য হন। সেটা খেলার প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায়। দু দল ১০ জন করে খেলে। গোলের সূচনা প্রথমার্ধের ২৩ মিনিটের মাথায় ধণিতা রিয়াংয়ের পা থেকে। পরবর্তী মিনিটেই প্রীতি জমাতিয়ার গোল। ২ মিনিট বাদেই নিশা জমাতিয়ায় গোল। সাত মিনিট পর নিশার দ্বিতীয় গোল। প্রথমার্ধে বিজয়ী দল চার গোলে এগিয়ে। দ্বিতীয়ার্ধের খেলাও একক আধিপত্যে এগোতে থাকে। পক্ষান্তরে চলমানের যেমন রক্ষণভাগের দুর্বলতা, তেমনি আক্রমণ ভাগেও তেমন কোনো আশানুরূপ অ্যাটাক কেউ করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ঊষা লক্ষী জমাতিয়া চারটি গোল করেন। এছাড়া, গোল হয় শারানথেম উচই এবং সাকচান্তি রিয়াংয়ের পা থেকে। খেলার প্রথমার্ধের রেফারি বিজিত চলমানের একজনকে হলুদ কার্ড দেখান। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি উৎপল চৌধুরী, সুশান্ত দাস, সুকান্ত দত্ত ও ইন্দ্রানী দে। দিনের খেলা: ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব বনাম জম্পুইজলা প্লে সেন্টার, উমাকান্ত মিনি স্টেডিয়ামে, সকাল ৮ টায়।