আগরতলা, ১৫ জুলাই: বাজারে আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধির লাগাম টানতে রাজ্য সরকারের তরফ থেকে মহারাজগঞ্জ বাজার সহ পাঁচটি নায্যমূল্যের দোকানে ভর্তুকি মূল্যে বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাতে আলু প্রতি কেজি ৩৫ টাকা ও পেঁয়াজ প্রতি কেজি ৪২ টাকা দরে বিক্রি করা হবে বলে জানিয়েছেন এস ডি এম মানিক লাল দাস।
এস ডি এম মানিক লাল দাস বলেন, রাজ্যের বাজারগুলিতে আলু ও পেঁয়াজের দাম আকাশছোঁয়া। তাই সরকার এবং ব্যবসায়ী সমিতির উদ্যোগে আগরতলার চারটি নায্যমূল্যের দোকানে বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাতে প্রতি কেজি আলু ৩৫ টাকা ও পেঁয়াজ ৪২ টাকা দরে বিক্রি করা হবে।
তাঁর কথায়, যতদিন পর্যন্ত আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে ততদিন এইভাবে প্রতিটি বাজারে ও রেশন শপে আলু ও পেঁয়াজ দেওয়া হবে।