আগরতলা, ১৫ জুলাই: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে এনসিসি থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বড়জলা এলাকা থেকে ব্রাউন সুগার সহ তিন যুবককে আটক করে। তাদের কাছ থেকে ৫৬০টি ব্রাউন সুগারের কৌটা সহ নগদ অর্থ উদ্বার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন এনসিসি থানার ওসি সুশান্ত দেব।
এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে বড়জলা এলাকায় তিন যুবক নেশা সামগ্রী বিক্রয় করতে আসবে। সেই মোতাবেক পুলিশ অভিযান চালিয়েছিল। তখন ওই এলাকায় সন্দেহভাজন তিন যুবককে আটক করে তল্লাশি চালানো হয়েছিল। তল্লাশিতে ৫৬০টি ব্রাউন সুগার কৌটি, নগদ টাকা এবং একটি মোবাইল বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। সাথে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, বাজেয়াপ্ত সামগ্রীর বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ কুড়ি হাজার টাকা হবে। সাথে আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।

