রায়গড়, ১৫ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টির মধ্যেই বাস উল্টে জখম হলেন ৪ জন যাত্রী। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। জানা গিয়েছে, সোমবার সকালে মহারাষ্ট্র জাতীয় সড়ক পরিবহন কর্পোরেশনের বাসটি আলিবাগ থেকে পানভেল যাচ্ছিল। রায়গড়ের কাছাকাছি আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি।
আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। বাসটিতে ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে অনুমান পুলিশের। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের অন্যান্য যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।