তীর্থযাত্রীদের আরও একটি দলের অমরনাথের উদ্দেশ্যে রওনা, নিরাপত্তা আঁটোসাঁটোই

জম্মু, ১৪ জুলাই (হি.স.): সুষ্ঠু ও নির্বিঘ্নেই চলছে বার্ষিক অমরনাথ যাত্রা। সোমবার সকালে অমরনাথের পবিত্র গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে তীর্থযাত্রীদের আরও একটি দল। ৪,৮৭৫ জন পুন্যার্থীর আরেকটি দল অমরনাথ দর্শনে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে রওনা হয়েছে।

কড়া নিরাপত্তা বেষ্টনীতে গাড়িতে চেপে পুণ্যার্থীরা রওনা হন। এই দলে ৩ হাজার ৪৬৪ জন পুরুষ, ১,৩৩৩ জন মহিলা, ১৪ জন শিশু রয়েছে। এর মধ্যে ১,৯১৮ জন বালতাল এবং ২,৯৫৭ জন পহেলগাঁও বেস ক্যাম্পের উদ্দেশে যাচ্ছেন। সেখান থেকে তাঁরা পবিত্র গুহা মন্দিরের উদ্দেশে যাত্রা করবেন।