এলাকার একমাত্র ঝুলন্ত ব্রিজের ভগ্ন দশা, বিপাকে এলাকাবাসী, সংস্কারের দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: প্রায় ১৫ বছর আগে আর ডি দপ্তর উদয়পুর শালগড়া আমতলী – কুশামারা যাবার জন্য একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছিল যাতে করে এলাকার লোকজন গোমতী নদীর উপর দিয়ে বর্ষায় কষ্ট করে যেতে না হয়। কিন্তু দীর্ঘ প্রায় ৫-৬ মাস সময় ধরে এই ব্রিজটি ভগ্ন দশায়। ফলে যাতায়াত করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষজনকে।

এই ঝুলন্ত ব্রিজটি তৈরি হবার পর এলাকার লোকজনদের যেমন যাতায়াতের সুবিধা হয়েছে তেমনি বিশেষ করে আমতলী ও কুশামারার এই পঞ্চায়েতের যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের উৎপাদিত ফসল যাতে এই ব্রীজ দিয়ে অতি তাড়াতাড়ি নিয়ে এসে বাজারজাত করতে পারে সেই লক্ষ নিয়ে এই ঝুলন্ত ব্রিজটি নির্মাণ করে দেওয়া হয়েছিল।

এবিষয়ে এলাকার জনৈক ব্যক্তি সুকুমার দাস জানান, আমতলী গ্ৰাম পঞ্চায়েত ও কুশামারা গ্ৰাম পঞ্চায়েতের লোকসংখ্যা প্রায় আট হাজার হবে। এই ঝুলন্ত ব্রিজটি নষ্ট হয়ে যাবার ফলে দুই পঞ্চায়েতের লোকজনদের আসা যাবার জন্য যেমন অসুবিধা হচ্ছে তেমনি রোগীদের নিয়ে যেতে কষ্ট হচ্ছে কারন তিন চাকার যানবাহন নিয়ে আর আগের মতো এলাকাগুলিতে যাওয়া যাচ্ছে না। বাইসাইকেল নিয়ে যেতে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলেছে। এলাকার গ্ৰামের প্রধান কিংবা প্রশাসনের লোকজন এই ভাঙা ঝুলন্ত ব্রিজের অবস্থা সম্পর্কে অবহিত হওয়া সত্ত্বেও এই ব্রীজটি মেরামত করার জন্য কোন উদ্যোগ নেননি বলে লোকজনদের মধ্যে দেখা দিয়েছে  ক্ষোভ‌।

এলাকাবাসীদের তরফে দাবি জানানো হয়েছে, আরডি দপ্তর কিংবা অন্য কোন দপ্তর যেন উদ্যোগ নিয়ে এই ঝুলন্ত ব্রিজটি মেরামত করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *