BRAKING NEWS

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের রাজ্য সাঁতার সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ত্রিপুরা অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন আয়োজিত ৩১ তম জুনিয়র ও ৫৫ তম সিনিয়র এবং ওপেন বিভাগে দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় মূলতঃ স্পোর্টস স্কুলের পাশাপাশি পশ্চিম জেলা ও গোমতী জেলার সাঁতারুরা নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরে সাফল্য বজায় রেখেছে। সারা রাজ্য থেকে এই আসরে প্রায় ২০০ জন সাঁতারু এবং অফিসিয়াল অংশগ্রহণ করেছেন। বিশেষ করে একমাত্র খোয়াই জেলা ব্যতিরেকে বাকি সাতটি জেলার টিম এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল, সাই স্যাগ ও ত্রিপুরা পুলিশ এর সাঁতারুরা অংশগ্রহণ করেছেন। শনিবার প্রতিযোগিতার প্রথম দিনে ১৮ টি ইভেন্টে প্রতিযোগিতা শেষ হলে সেগুলোর সাফল্য অর্জনকারীদের হাতে যেমন প্রশংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। তেমনি রবিবারে অবশিষ্ট ইভেন্ট গুলোর প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, এবারকার আসরে স্পোর্টস স্কুলের সানমুন ত্রিপুরা ও জাহির হোসেন দুর্দান্ত দাপট দেখিয়ে যথাক্রমে জুনিয়র এবং সিনিয়র বিভাগের ১০০ মিটার ফ্রি স্টাইলে নতুন রেকর্ড গড়ে আগামী দিনে জাতীয় আসরের জন্য রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে নির্বাচকদের নজর কেড়ে নিয়েছেন।

ReplyReply allForwardYou can’t react with an emoji to this message

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *