ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, জারি সতর্কতা

মুম্বই, ১৪ জুলাই (হি. স.): বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা। রবিবার মহারাষ্ট্রের রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা ।   জানা গেছে, উপকূলীয় এলাকার বাসিন্দা ও মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তাল অবস্থা ভিওয়ান্ডির কামভারী নদী। ফলে প্লাবিত বহু এলাকা। রাস্তা জলমগ্ন। জলে অবরুদ্ধ হয়ে যানজট এলাকায়। কোমর সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।