নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: চিনির পাচার ঘিরে ফের উত্তপ্ত বক্সনগর এলাকা। ঘটনায় আহত হয়েছেন এক যুবক। চিনির বস্তা নিয়ে যাওয়ার সময় তার ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন সে। আহত যুবকের নাম জাফর শরীফ(৩২)।
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকালে বাজার থেকে চিনির বস্তা কিনে বাড়ি যাচ্ছিলেন তিনি। তখনই এলাকার বেশ কয়েকজন তার ওপর আক্রমণ চালায়। অভিযুক্তরা হলেন মোহাম্মদ হানিফ মিয়া, মোহাম্মদ হাম জালাল ও মোহাম্মদ মুতারেল। অভিযুক্ত আক্রমণকারীদের হাত থেকে কোনক্রমে প্রাণ বাঁচিয়ে থানায় আশ্রয় নেয় আক্রান্ত যুবক। পরে পুলিশ থাকে হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার আঘাত গুরুতর হওয়ায় জিবিপি হাসপাতালে তাকে রেফার করা হয়েছে।
তবে ওই আক্রান্ত যুবক এত পরিমান চিনি নিয়ে কেন যাচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সে চিনির ব্যবসায়ী নয় বলে জানা গেছে।