সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্রে এগিয়ে চলেছে বিজেপি : জে পি নাড্ডা

লখনউ, ১৪ জুলাই (হি.স.): সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্রে এগিয়ে চলেছে বিজেপি। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রবিবার লখনউতে বিজেপির ওয়ার্কিং কমিটির বৈঠকে নাড্ডা বলেছেন, ভারতে ১৫০০টি বড় এবং ছোট রাজনৈতিক দল রয়েছে। তাদের কারোরই অভ্যন্তরীণ গণতন্ত্র নেই। তাঁদের বেশিরভাগই ‘পরিবারবাদী’ দল এবং তাঁরা নিজেদের এবং আপন পরিবারকে লালন-পালন করছে। শুধুমাত্র বিজেপিই ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’-এর ‘মন্ত্র’ নিয়ে কাজ করছে… আমাদের আত্মবিশ্বাসী হতে হবে এবং আমাদের নিজেদের মধ্যেও আত্মদর্শন করতে হবে।” জে পি নাড্ডা আরও বলেছেন, ৯০ বার কংগ্রেস নির্বাচিত সরকারগুলিকে পতন করেছে। বিজেপি ১০ বছরের জন্য জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল এবং তাও সংসদে বলে যে এটি অস্থায়ী এবং অপসারণ করা হবে। এখন তারা (বিরোধীরা) গণতন্ত্রের জন্য কাঁদতে শুরু করেছে এবং সংবিধানের রক্ষক হয়েছে… সংবিধানে লেখা আছে ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ থাকবে না। তা লঙ্ঘন করে অন্ধ্রপ্রদেশে একবার নয় চারবার ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *