মুর্শিদাবাদ, ১৪ জুলাই (হি.স.): মুর্শিদাবাদ জেলায় নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। নিখোঁজ আরও এক শিশু। রবিবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের লালখানদিয়ারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্নান করতে নামে চার শিশু। আর তারপর আচমকাই তলিয়ে যায়। স্থানীয়দের তৎপরতায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া শিশুদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক শিশুকে মৃত ঘোষণা করেন। অপর এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। নদীতে ওই শিশুর খোঁজ চালাচ্ছে পুলিস ও বিপর্যয় ব্যবস্থাপনা দফতর।
2024-07-14