নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: বিএসএফ এবং কলমচৌড়া থানার পুলিশের যৌথ উদ্যোগে বাংলাদেশে যুবককে আটক করা হয়েছে। আটকৃত বাংলাদেশী যুবকের নাম আশরাফুল ইসলাম(১৯), পিতা আব্দুল হোসেন। সে বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রাহ্মণ পাড়া থানার অন্তর্গত মধুপুর গ্রামের বাসিন্দা।
পুলিশের কাছে খবর ছিল সিপাহীজলা জেলার রহিমপুর এলাকায় কাউসার মিয়া, পিতা রিপন মিয়ার বাড়িতে এক বাংলাদেশী যুবক রয়েছে। এই পরিপ্রেক্ষিতে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাংলাদেশের যুবককে আটক করতে সক্ষম হয়েছে।
পুলিশ এবং বিএসএফের যৌথ উদ্যোগে তাকে আটক করে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে আরো তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।