পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপির দূর্বলতা প্রকাশ্যে আসছে : মানিক সরকার

আগরতলা, ১৩ জুলাই: পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপির দূর্বলতা প্রকাশ্যে আসছে। নির্বাচনে তারা জনগণের মুখোমুখি হতে চাইছে না। তাই জনগণের ভোটাধিকার হরণ করার চেষ্টা করছে। আজ জিবি হাসপাতালে চিকিৎসাধীন জেলা পরিষদের প্রার্থী তথা রাজনগরের সিপিএম নেতা বাদল শীলের শারিরীক খোঁজ খবর নিতে গিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 

এদিন তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে বাধা বিপত্তি উপেক্ষা করে বাদল শীল জেলা পরিষদের সদস্য হিসেবে রাজনগরে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। সেখানে শাসক দলের আশ্রিতদের দ্বারা হামলার শিকার হয়েছেন তিনি। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এদিন তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, শাসক দল বিজেপির দূর্বলতার লক্ষণ প্রকাশ পাচ্ছে। কারণ, বিধানসভা নির্বাচনে রাজ্যে ৬১ শতাংশ জনগণ বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছেন। তাছাড়া, বৃহৎ জালিয়াতি করে লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে পেরেছে। তাই পঞ্চায়েত নির্বাচনে ভোট হরণের চেষ্টা করছে শাসক দল।এদিন তিনি আরও বলেন, জনগণ বিজেপি সরকারের প্রতি ক্ষুদ্ধ। পঞ্চায়েত নির্বাচনে তার পরিণাম কি হতে পারে তারা বুঝতে পেরেছে। তাই তারা রাজ্যজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে।